ফেইসবুক এখন প্রচারণার অন্যতম একটি মাধ্যম। পণ্য কিংবা ব্যক্তিগত ব্লগের প্রচারণার জন্য ফেইসবুক পেইজ বেশ গুরুত্বপূর্ণ।
তাই ফেইসবুকে পেইজটিকে প্রতি মহূর্তে আপডেট রাখতে হয়। অনেক সময় একজনের পক্ষে এটা পেইজ ম্যানেজ করা সম্ভব হয় না। তাই একাধিক ব্যক্তিকে পেইজের এডমিন বা এডিটর বানিয়ে দিয়ে পেইজ পরিচালনার কাজটি সহজ করা যায়।
কিভাবে একাধিক ব্যক্তিকে পেইজ পরিচালনায় যুক্ত করতে হয় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
ফেইসবুকে লগইনেপর পর যে পেইজে নতুন এডমিন যুক্ত করা হবে সেটিতে যেতে হবে। সেখান থেকে পেইজের উপরে থাকা সেটিংস অপশনে ক্লিক করতে হবে।
এরপর নতুন একটি ড্যাসবোর্ড চালু হবে পেইজে। সেখান থেকে বাম পাশ থেকে ‘page roles’-এ ক্লিক করতে হবে।
তারপর ‘ assign a new page role’-এর নিচে যাকে পেইজের এডমিন করতে হবে, তার নাম লিখতে হবে। এরপর পেইজে যাকে যুক্ত করা হচ্ছে তার রোল কি হবে সেটিও ঠিক করে দিয়ে এড বাটনে ক্লিক করতে হবে্।
পরবর্তী ধাপে নিরাপত্তার জন্য ফেইসবুকের পাসওয়ার্ড দিয়ে সবামিট বাটনে ক্লিক করতে হবে।
তাহলে ওই ব্যক্ত পেইজের এডমিন হয়ে যাবেন।