বিবিএ মানে ‘বেশ বিপদে আছি’!

মজার সবকিছু November 17, 2016 1,569
বিবিএ মানে ‘বেশ বিপদে আছি’!

যখন কেউ ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি লাভ করেন, তখন আসলে তিনি ‘বেশ বিপদে আছি (বিবিএ)’ হয়ে যান।


কারণ, বিবিএ পাস করার পরপরই একটা চাকরি তো অতি জরুরি হয়ে পড়ে, নাকি? তবে অনেকে বিবিএ পাস না করেই বিবিএতে থাকতে পারেন। নিচে দেখে নিন।


ঝন্টু : মন্টু, কী অবস্থা তোর?


মন্টু : আর বলিস না, আমি এখন বিবিএতে আছি!


ঝন্টু : কী উল্টাপাল্টা বকছিস! তুই এসএসসি ফেল, তুই কেমনে বিবিএতে পড়বি!


মন্টু : এই ‘বিবিএ’ সেই ‘বিবিএ’ নয় রে পাগলা! এই বিবিএ হচ্ছে আমি ‘বেশ বিপদে আছি’!


ঝন্টু : তোর আবার কিসের বিপদ?


মন্টু : এই যে এসএসসিতে ফেল, সেটাই তো বড় বিপদ!