ক্রিকেট দলের উদ্ভট সব নাম

মজার সবকিছু November 16, 2016 1,773
ক্রিকেট দলের উদ্ভট সব নাম

ছক্কা আর চারে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সারা দেশে চলছে এখন বিপিএলের জোয়ার। ধারণা করা হচ্ছে, বিপিএলের জোয়ারে গা ভাসাতে আগামী বিপিএল টুর্নামেন্টে আসবে আরো নতুন পাঁচ টিম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাইব্রাদার এমনটাই বললেন টিম হাস্যরস্যকে। তাই টিম হাস্যরস্যের পক্ষ থেকে গভীর অনুসন্ধানে উঠে এসেছে কিছু কাল্পনিক টিমের নাম।


• আসুন, সেই সব টিমের সঙ্গে পরিচিত হয়ে যাই.....


ছাগলনাইয়া গোট রাইডার্স

ফেনী জেলার একটি উপজেলার নাম ছাগলনাইয়া। আগামী বছর অনুষ্ঠিতব্য বিপিএলে ছাগলনাইয়া গোট রাইডার্স নামে ক্রিকেট টিম করার ব্যাপারে এক প্রকার চূড়ান্ত তারা। তবে সেই টিমের মালিক ছাগল চুরি করার সময় ধরা খেয়েছেন কি-না, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য আসেনি।


কুত্তা মারা গলির ইলেভেন কিংস

কথায় আছে, ঢাকায় টাকা উড়ে। সে কথা আবার প্রমাণ করতে আগামী বিপিএলে ঢাকা বিভাগের দ্বিতীয় টিম হিসেবে আসছে ঢাকার মগবাজারের কুত্তা মারা গলি। তবে বিপিএলে তাদের টিমের নাম থাকবে কুত্তা মারা গলির ইলেভেন কিংস।


চ্যাংড়াবান্ধার চ্যাংড়াস

ক্রিকেটে উত্তরবঙ্গ পিছিয়ে নেই। তার প্রমাণ হিসেবে উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা আগামী বিপিএল মাতাতে আসছে চ্যাংড়াবান্ধার চ্যাংড়াস নামে একটা দল নিয়ে। দেখা যাক, তাদের সুপার জায়ান্টসরা কী করে।


ভূতের গলি ফ্রেন্ডলি গোস্ট

ঢাকার বিখ্যাত এলাকা ভূতের গলি ক্রিকেটে ভূতের ফ্লেভার দিতে আগামী বিপিএলে আসছে ভূতের গলি ফ্রেন্ডলি গোস্ট। এক সংবাদ সম্মেলনে নাম প্রকাশে অনিচ্ছুক সানরাইজার্স ভূতের গলি টিমের মালিক এই প্রতিবেদককে বলেন, আমাদের টিমের নামে উল্টাপাল্টা কিছু লিখলে ভূত দিয়া ভয় দেখামু।


ঠেঙ্গামারা ইলেভেন ঠাগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই সেলিব্রেটিদের মিলনমেলা। বেশ কয়েকটি টিমে মালিক বলিউড সুপার হিরো-হিরোইনরা। তবে সেদিক দিয়ে একেবারেই উল্টো দৃশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। কেননা, বিপিএলে কোনো টিমের মালিকের নামের তালিকায় নেই ঢালিউডের হিরো-হিরোইনের নাম। তবে এই আক্ষেপ দূর করতে পারেন হালের ক্রেজ বগুড়ার কৃতী সন্তান বিশিষ্ট ডিশ ব্যবসায়ী হিরো আলম। অনুমান করা হচ্ছে, প্রথম বাংলাদেশি হিরো হিসেবে বগুড়ার ঠেঙ্গামারা, অর্থাৎ ঠেঙ্গামারা ইলেভেন ঠাগ টিমের মালিক তিনিই হবেন।


ভুয়াপুর সুপার ভুয়াস

বাইরে দেশের কোনো ক্রিকেটার মাঠে উল্টাপাল্টা কিছু করতে দেখলে বাংলাদেশি দর্শক গ্যালারি থেকে ‘ভুয়া ভুয়া’ শব্দ বলে চিৎকার করে। শুধু দর্শককে সম্মান দিতে টাঙ্গাইলের ভুয়াপুর আগামী বিপিএলে টিম করবে। তাদের টিমের নাম ভুয়াপুর সুপার ভুয়াস। তবে অবাক হলেও সত্যি, তাদের টিমে তারকা ক্রিকেটার বদলে তারকা দর্শক নেওয়া হবে। অর্থাৎ যিনি সবচেয়ে ভালো ভুয়া বলে চিৎকার করতে পারবেন, তাঁর ভুয়াপুর সুপার ভুয়াস টিমে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি।