রোজ তো মুরগী বানিয়ে রাখেন

শিক্ষক-ছাত্র কৌতুক November 16, 2016 2,177
রোজ তো মুরগী বানিয়ে রাখেন

শিক্ষক : কাল স্কুল কেন আসোনি?


পাপ্পু : বার্ড ফ্লু হয়েছিল।


শিক্ষক : বার্ড ফ্লু তো পাখিদের হয়!


পাপ্পু : কোন দিন মানুষ মনে করেছেন আমাকে? রোজ রোজ তো মুরগী বানিয়ে নিল ডাউন করিয়ে রাখেন।