এক ক্লিকে আইওএস ১০-এর আইফোন আনলকের টিপস

মোবাইল টিপস November 11, 2016 1,960
এক ক্লিকে আইওএস ১০-এর আইফোন আনলকের টিপস

নতুন আইওএস ১০ সংস্করণে লক স্ক্রিনের নতুন ফিচার যুক্ত করা হয়েছে। আইওএস ৯ থেকে এর ব্যবহার কিছুটা ভিন্ন। ফলে ব্যবহারকারীদের ফোন আনলক করতে একটু বেশি সময় স্পেস করতে হয় হোম বাটনে।


তবে চাইলে মাত্র এক ক্লিকেই আইফোন আনলক করা যায় আইওএস ১০-এ। কিভাবে কাজটি করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।


প্রথমে আইফোনের হোম স্ক্রিন থেকে সেটিংসে যেতে হবে।




তারপর সেটিংস অপশন থেকে ‘General’ অপশনে ক্লিক করতে হবে।




এ অপশন চালু হলে ক্রল করে নিচে গিয়ে ‘Accessibiltiy’ অপশনটিতে ক্লিক করতে হবে।




এরপর নতুন একটি মেন্যু চালু হবে। সেটি থেকে আবার ক্রল করে ‘home button’-এ ক্লিক করতে হবে।




হোম বাটনের মেন্যুতে দেখা যাবে ‘rest finger to unlock’। এ অপশন অন করে দিতে হবে।




তাহলেই পাওয়ার বাটনে একটি স্পেস করলেই স্ক্রিন আনলক হবে।