ধূমপান করে মসজিদে প্রবেশ কি হারাম?

ইসলামিক শিক্ষা November 11, 2016 1,431
ধূমপান করে মসজিদে প্রবেশ কি হারাম?

প্রশ্ন : মানুষ ধূমপান করে। অনেক সময় সিগারেট খেয়ে অনেকেই মসজিদে ঢোকার আগে এই সিগারেট ফেলে দিয়ে মসজিদে ঢোকে। সে ক্ষেত্রে তাঁর নামাজটা হবে কি?


উত্তর : ধূমপান করে সরাসরি মসজিদে প্রবেশ করাটা হারাম কাজ। যেহেতু নবী (সা.) হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে, ‘যে এ দুটি জিনিস খেল, সে আমাদের মসজিদের কাছে আসবে না।’ একটা হলো কাঁচা পেঁয়াজ। আরেকটা হলো যেগুলোর মধ্যে গন্ধ আছে, রসুন জাতীয়, এর মধ্যে গন্ধ আছে।


এই গন্ধযুক্ত জিনিস কেউ যদি খায় অথবা পান করে মসজিদে প্রবেশ করে থাকে, তাহলে তাঁর এ কাজটি হারাম। যেহেতু এর মাধ্যমে মসজিদের মুসল্লিরা সবাই কষ্ট পাবে। দুর্গন্ধময় একটা পরিবেশ মসজিদের মধ্যে সে তৈরি করবে।


আল্লাহর ঘরের পবিত্রতার যে পরিবেশ আছে, সেটি নষ্ট হবে। সে ক্ষেত্রে তাঁর জন্য উচিত হবে, তিনি যদি ধূমপায়ী হন, তাহলে তিনি অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে এবং মুখ ধুয়ে তার পরে মসজিদে আসবেন। মসজিদে আসতে যেহেতু নিষেধ করা হয়েছে, তাহলে এ কাজটি এখানে হারাম হবে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন