জরিমানা দিতে জিপিকে ১০ দিন সময়

BTRC News November 7, 2016 1,655
জরিমানা দিতে জিপিকে ১০ দিন সময়

আগামী দশ দিনের মধ্যে জরিমানার ৩০ কোটি টাকা দেয়ার নির্দেশ দিয়ে রোববার গ্রামীণফোনকে চিঠি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।


অবৈধ ইন্টারনেট সেবা দেয়ার কারণে গ্রামীণফোনকে এই জরিমানা দেওয়ার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। একই সঙ্গে এডিএন টেলিকম এবং অগ্নি সিস্টেমসকেও পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছে বিটিআরসি।


টেলিযোগাযোগ আইন ভেঙ্গে ‘গো ব্রডব্যান্ড’ নামের একটি ওয়াইম্যাক্স সেবা চালু করে অপারেটরটি। পরে এই নামেই তারা সোনালী ব্যাংকের দেশব্যাপী নেটওয়ার্ক তৈরির কাজ নেয়।


বেশ কিছুদিন আলোচনার পর গত সপ্তাহে বিটিআরসির কমিশন বৈঠকে তিন প্রতিষ্ঠানকে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।



এর আগে গো ব্রডব্যান্ডের বিষয়ে বিটিআরসিতে অভিযোগ করেছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি।


এর পর গত ৩০ মার্চ জিপিকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। অপারেটরটির জবাব নিয়ন্ত্রক সংস্থা সন্তোষজনক মনে না করায় সেবাটিকে অবৈধ ঘোষণা করা হয়।


বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, দুটি আইএসপিকে সঙ্গে নিয়ে সেবা শুরু করলেও পরে সোনালী ব্যাংকের সঙ্গে যখন চুক্তি করা হয় তখন গ্রামীণফোন নিজেরাই তা করেছে।


গ্রামীণফোন যেহেতু কোনো আইএসপি নয় সুতরাং তারা এটা করতে পারে না।


আর এই সময়ের মধ্যে এই সেবা থেকে গ্রামীণফোন ৩০ কোটি টাকা আয় করেছে বলে হিসেব করেছে বিটিআরসি। সেই আয়কেই জরিমানা হিসেবে ধরা হয়েছে বলে জানান, বিটিআরসি’র অপর এক কর্মকর্তা।


২০১৪ সালে চালু করা ‘গো ব্রডব্যান্ডে’ এর মাধ্যমে সারা দেশে সোনালী ব্যাংকের ৫৫১টি শাখার অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক চলত।