জন্মনিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করলে গুনাহ হবে কি?

ইসলামিক শিক্ষা November 4, 2016 1,884
জন্মনিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করলে গুনাহ হবে কি?

প্রশ্ন : জন্মনিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করলে গুনাহ হবে কি?


উত্তর : হ্যাঁ, জন্মনিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা ভ্যাসেক্টমি, টিউভেল লাইগেশন, হিসটারেকটমি, ওষুধ সেবন, ইনজেকশনের মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে প্রজনন ক্ষমতা চিরতরে বন্ধ করে দেয়ার কোনো পন্থায়ই ইসলামে বৈধ নয়, হারাম।


তবে কোনো নারীর জরায়ু কেটে ফেলতে হয় এরকম দুরারোগ্য ব্যাধি ভালো হওয়ার অপারেশন ছাড়া অন্য কোনো ব্যবস্থা না থাকলে কেবল তার জন্যই তা বৈধ।


এরকম সমস্যা না হলেও আমাদের দেশে ব্যাপক হারে এ গুনাহে লিপ্ত হতে শোনা যায় অনেক নারীর ব্যাপারে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ছাড়া ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারেন ওই নারী।


স্বামীর ওপর সন্তুষ্ট হয়ে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেন কম বয়সী নারী; তিনি কি জানেন তার প্রিয় স্বামী কতদিন বাঁচবেন? বিপদে পড়লে কী করবেন তিনি?


[সূরা : বুখারি শরিফ :খণ্ড-২; উমদাতুল কারি : খণ্ড, ২০, পৃষ্ঠা : ৯৫; আলইসলাম ওয়াততিবুল হাদিস, পৃষ্ঠা : ২২৪]


সূত্রঃ দৈনিক যুগান্তর