সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যে আলোচিত চরিত্র - শেষ পর্ব

সাধারণ জ্ঞান November 3, 2016 1,847
সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যে আলোচিত চরিত্র - শেষ পর্ব

বাংলা সাহিত্যে কালজয়ী অনেক চরিত্র সৃষ্টি হয়েছে। বিখ্যাত সেই চরিত্রগুলো আজও পাঠকের কাছে স্মরণযোগ্য। অনুকরণীয় সেইসব চরিত্র সম্পর্কে জানতেই আজকের আয়োজনের শেষ পর্ব.....


১. প্রশ্ন : চাঁদ সদাগর, বেহুলা ও লখীন্দর চরিত্র কোন কাব্যগ্রন্থের?

উত্তর : মনসামঙ্গল।


২. প্রশ্ন : ঈশ্বরী পাটনী চরিত্র কোন কাব্যগ্রন্থের?

উত্তর : অন্নদামঙ্গল।


৩. প্রশ্ন : রাধা , কৃষ্ণ, বড়াই কোন কাব্যের চরিত্র?

উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন।


৪. প্রশ্ন : পদ্মাবতী চরিত্রের স্রষ্টা কে?

উত্তর : মহাকবি আলাওল।


৫. প্রশ্ন : মহুয়া চরিত্রের স্রষ্টা কে?

উত্তর : দ্বিজ কানাই।


৬. প্রশ্ন : মহুয়া চরিত্রটি কীসে পাওয়া যায়?

উত্তর : মহুয়া পালা।


৭. প্রশ্ন : মানসিংহ, আয়েশা ও তিলোত্তমা চরিত্রের স্রষ্টা কে?

উত্তর : দুর্গেশনন্দিনী।


৮. প্রশ্ন : মানসিংহ, আয়েশা ও তিলোত্তমা চরিত্র কার সৃষ্টি?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


৯. প্রশ্ন : রোহিনী ও গোবিন্দ লাল চরিত্র দুটি কোন উপন্যাসের?

উত্তর : কৃষ্ণকান্তের উইল।


১০. প্রশ্ন : শশী ও কুসুম চরিত্র দুটি কোন উপন্যাসের?

উত্তর : পুতুল নাচের ইতিকথা।


১১. প্রশ্ন : হোসেন মিয়া চরিত্রের স্রষ্টা কে?

উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়।


১২. প্রশ্ন : জমিলা, মজিদ ও আমেনা কোন উপন্যাসের চরিত্র?

উত্তর : লালসালু।


১৩. প্রশ্ন : দুর্গা, অপু, সর্বজয়া ও হরিহর চরিত্রের স্রষ্টা কে?

উত্তর : বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।


১৪. প্রশ্ন : দুর্গা, অপু, সর্বজয়া ও হরিহর চরিত্র কোন উপন্যাসের?

উত্তর : পথের পাচালী।


১৫. প্রশ্ন : হেমাঙ্গিনী, কেষ্ট ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে?

উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


১৬. প্রশ্ন : রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে?

উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।


১৭. প্রশ্ন : ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে?

উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।


১৮. প্রশ্ন : সতীশ, সাবেত্রী ও কিরণময়ী চরিত্রের স্রষ্টা কে?

উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।


১৯. প্রশ্ন : কেনারাম, ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ কোন নাটকের চরিত্র?

উত্তর : দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকের।


২০. প্রশ্ন : জয়গুন, হাসু ও মায়মুন কোন উপন্যাসের চরিত্র?

উত্তর : সূর্যদীঘল বাড়ী।