সাধারন জ্ঞানের আসর - ১০ম পর্ব

সাধারণ জ্ঞান November 2, 2016 1,418
সাধারন জ্ঞানের আসর - ১০ম পর্ব

→ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে?

উত্তরঃ স্যার সৈয়দ আহমাদ খান।


→ বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তরঃ ফখরুদ্দিন মুবারক শাহ্।


→ আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।


→ গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?

উত্তরঃ গ্রীসে।


→ দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে কতটি?

উত্তর : ২৩টি।


→ মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?

উত্তর : ১৯৬১ সালে।


→ বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়?

উত্তর : চট্টগ্রামে।


→ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে?

উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।


→ ইসরাইলের রাজধানীর নাম কি?

উত্তর : জেরুজালেম।


→ সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের নাম কি ছিল?

উত্তর : বাথ পার্টি।


→ আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বিসমার্ক।


→ নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর নেন কত সালে?

উত্তর : ১৯৯৯ সালে।


→ মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মাদার তেরেসা।


→ গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের নাম কি?

উত্তর : মাও সেতুং।


→ পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়?

উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।