বাংলা সাহিত্যে কালজয়ী অনেক চরিত্র সৃষ্টি হয়েছে। বিখ্যাত সেই চরিত্রগুলো আজও পাঠকের কাছে স্মরণযোগ্য।
অনুকরণীয় সেই সব চরিত্র সম্পর্কে জানতেই আজকের আয়োজনের ১ম পর্ব-
১. প্রশ্ন : বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি?
উত্তর : নিরঞ্জন (শূন্য পুরাণ)।
২. প্রশ্ন : অমল চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
৩. প্রশ্ন : অমল চরিত্রটি কোন নাটকের?
উত্তর : ডাকঘর।
৪. প্রশ্ন : ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : প্যারীচাঁদ মিত্র।
৫. প্রশ্ন : ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর : আলালের ঘরের দুলাল।
৬. প্রশ্ন : রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর : কৃষ্ণকান্তের উইল।
৭. প্রশ্ন : চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র?
উত্তর : মনসামঙ্গল।
৮. প্রশ্ন : রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৯. প্রশ্ন : রাজলক্ষ্মী চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর : শ্রীকান্ত।
১০. প্রশ্ন : অমিত ও লাবণ্য চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
১১. প্রশ্ন : অমিত ও লাবণ্য চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : শেষের কবিতা।
১২. প্রশ্ন : ললিতা চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩. প্রশ্ন : ললিতা চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর : গোরা।
১৪. প্রশ্ন : ললিতা ও শেখর চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৫. প্রশ্ন : ললিতা ও শেখর চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : পরিণীতা।
১৬. প্রশ্ন : রতন ও দাদাবাবু চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
১৭. প্রশ্ন : রতন ও দাদাবাবু চরিত্র দুটি কোন গল্পের?
উত্তর : পোস্ট মাস্টার।
১৮. প্রশ্ন : হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৯. প্রশ্ন : হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : মেজদিদি।
২০. প্রশ্ন : কুবের চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়।