এখন জলদি জলদি ঘুমিয়ে পড়ো,নইলে কিন্তু সাকিব আল হাসান চলে আসবে।

মজার সবকিছু October 31, 2016 2,648
এখন জলদি জলদি ঘুমিয়ে পড়ো,নইলে কিন্তু সাকিব আল হাসান চলে আসবে।

ইংল্যান্ডের মায়েরা তাদের

ছেলেমেয়েদের

রুপকথার গল্প শুনাচ্ছে... !!

.

এক দেশে এক রাজপুত্র ছিলো!!তার নাম

সাকিব আল হাসান।

তার বেশ কয়েকজন বন্ধু ছিলো।

তাইজুল,মিরাজ মাশরাফী,মুশফিক,তামিম,

রিয়াদ,মমিনুল।

.

এর মধ্যে মুশফিক আর রিয়াদ

ছিলো ভায়রা ভাই।

.

মিরাজ ছিল সবার ছোট।কিন্তু একাই ২

ম্যাচে ১৯ উইকেট নিত।

.

প্রায়শই সাকিব তার বন্ধুদের

নিয়ে কখনো ব্যাট কিংবা বল,দিয়ে প্রজাদের উপর অত্যাচার চালাতো।

.

কোন কোন ক্ষেত্রে সে একাই

নেমে যেতো অত্যাচার করতে।

.

যে কোন লেভেলের

অত্যাচারে ক্ষেত্রে সে সেরা তিন

অলরাউন্ডার ১ থাকত।

প্রজারা তাকে খুব ভয় পেতো..!!

.

সন্তানেরা জিজ্ঞেস

করলো,মা সাকিব কি দেখতে ভয়ংকর

ছিলো?


-না,এমনিতেই সে খুব

ভালো,দেখতেও সুন্দর।

তার একটা বউ আছে সেও খুব সুন্দর।

কিন্তু যখন ব্যাট কিংবা বল

হাতে পেতো তখন তার চেয়ে ভয়ংকর

আর কেউ হতো না...


এখন জলদি জলদি ঘুমিয়ে পড়ো...নইলে

কিন্তু সাকিব আল হাসান চলে আসবে..