→ প্রথম কাগজ আবিস্কৃত হয় কোথায়?
উত্তরঃ চীনে।
→ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তরঃ ভারতের বিজয়লক্ষী পন্ডিত।
→ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করে কবে?
উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান মিশনে)।
→ মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে?
উত্তরঃ নোবেল বিজয়ী ওয়েন ক্যাসিন।
→ প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো?
উত্তরঃ ১৩ টি দেশ।
→ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন?
উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।
→ নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে?
উত্তরঃ সিঙ্গাপুর।
→ বিশ্বের প্রথম মহিলা পাইলট কে?
উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র)।
→ জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে?
উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন)।
→ প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ফ্রোয়েবল।
→ কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয় ?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে।
→ কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি?
উত্তরঃ হযরত আলী (রাঃ)।
→ বাংলাদেশের সংবিধান কি ধরনের?
উত্তরঃ লিখিত সংবিধান।
→ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।
→ আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।
সূত্রঃ ইন্টারনেট থেকে সংগ্রহিত