সুস্থ লোককে ভিক্ষা দেওয়া কি উচিত?

ইসলামিক শিক্ষা October 30, 2016 2,164
সুস্থ লোককে ভিক্ষা দেওয়া কি উচিত?

প্রশ্ন : Now a days we see people begging even if they are capable of earning money and also some groups have taken it as a business. So if any healthy capable man begs for money, should we give him, since we don’t know his intension? (বর্তমান সময়ে আমরা দেখি যে, উপার্জনক্ষম অনেক মানুষ ভিক্ষা করছে আর কিছু লোক তো এটাকে পেশা হিসেবে নিয়েছে। তাই যদি কোনো সুস্থ উপার্জনক্ষম মানুষ ভিক্ষা চায়, আর আমরা তার অভিপ্রায় না জানি, তাহলে কি ভিক্ষা দেওয়া উচিত?)


উত্তর : কারো ইনটেনশনের (অভিপ্রায়) ব্যাপারে আমাদের কোনো হাত নেই। ইসলামের বিধান হচ্ছে বাহ্যিক অবস্থার ওপর। সুতরাং ইনটেনশনের মধ্যে আপনার ঢোকার কোনো সুযোগ ইসলামে নেই।


তাই আপনি সেই ইনটেনশন জানেন বা না জানেন, যদি অবস্থা এমন দাঁড়ায় যে আপনি মনে করেন, তার এ অবস্থা বোঝাচ্ছে যে সে আসলে পেশাদারি কাজ করছে, তাহলে সে ক্ষেত্রে আপনি তাকে ভিক্ষা না দিলেও কোনো সমস্যা নেই।


আর যদি আপনি দেন, তাহলে আপনি এর জন্য সওয়াব পেয়ে যাবেন। এতেও কোনো সন্দেহ নেই।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন