অফিসের কর্মচারীরা নামাজ ও রোজা না করলে সে দায় কার?

ইসলামিক শিক্ষা October 30, 2016 1,003
অফিসের কর্মচারীরা নামাজ ও রোজা না করলে সে দায় কার?

বিভিন্ন অফিসে, হোটেলে ও দোকানের কর্মচারীরা যদি নামাযের সময় নামায না পড়ে কিংবা রোজার সময় রোজা না রাখে তাহলে কি এই গুনাহের ভাগ মালিকদের নিতে হবে? উল্লেখ্য নামাযের সময়ও তাদের কাজ থাকে।


হোটেল বা অফিস চলাকালীন নামাজের সময় হলে মালিক যদি নিজের স্বার্থের কথা চিন্তা করে কর্মচারীদের নামাজ আদায় করা থেকে বিরত থাকতে বলে বা মুখ বন্ধ করে থাকে, তাহলে পরকালে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। কেননা হাদিসে এসেছে প্রত্যেক ব্যক্তি তার অধিনস্তদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। [রহীমিয় ৬-৩১৮]


সূত্রঃ প্রিয় ইসলাম