নকশা করা জায়নামাজে নামাজ : কী বলে ইসলাম

ইসলামিক শিক্ষা October 26, 2016 1,492
নকশা করা জায়নামাজে নামাজ : কী বলে ইসলাম

আমরা বাড়িতে নামাজ পড়ার সময় জায়নামাজে নামাজ পড়ে থাকি। এখন বিভিন্ন প্রকারের জায়নামাজ বাজারে পাওয়া যায়- এই সব জায়নামাজে মক্কা মদিনার ছবিসহ বিভিন্ন ছবি থাকে। এই ধরণের জায়নামাজে নামাজ পড়া কি জায়েজ হবে?


মক্কা-মদিনার ছবিওয়ালা জায়নামাজে নামাজ পড়া জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে এই ধরণের নকশা করা জায়নামাজে নামাজ না পড়া। কেননা এতে নামাযী ব্যক্তির নামাজে একাগ্রতা কম থাকে। বার বার নকশার দিকে দৃষ্টি যায় আর একাগ্রতা নষ্ট হয়। [ফাতাওয়ায়ে রহীমিয়া ৬-২৭৪]


সূত্রঃ প্রিয় ইসলাম