পুকুরে আগুন লেগেছে

মাতাল কৌতুক October 26, 2016 2,655
পুকুরে আগুন লেগেছে

চার মাতাল একটি পুকুর ঘাটে বসে কথা বলছে-

১ম মাতাল : শুনেছিস গতরাতে এই পুকুরে আগুন লেগেছে।

২য় মাতাল : তাই নাকি। তাহলে মাছেরা কোথায় উড়ে পালিয়ে ছিল।

৩য় মাতাল: যা মাছের কি ঘোড়ার মত পাখা আছে নাকি যে উড়ে চলে যাবে।

৪র্থ মাতাল : তোরা সবাই পাগল হয়ে গেছিস। ওই সময় মাছেরা কেরোসিন মেরে আগুন নিভাচ্ছিল।