এবার ইনস্টাগ্রামে আসছে লাইভ ভিডিও

ইন্টারনেট দুনিয়া October 26, 2016 768
এবার ইনস্টাগ্রামে আসছে লাইভ ভিডিও

ফেসবুকের মতো এবার ইনস্টাগ্রামেও আসতে পারে লাইভ ভিডিও অপশন। একটি সূত্র থেকে জানা গেছে, লাইভ ভিডিও ফিচার সংবলিত ইনস্টাগ্রামের একটি স্ক্রিনশট প্রকাশিত হয়। অনুমান করা হচ্ছে, লাইভ ভিডিও নিয়ে পরীক্ষামূলক কাজ করছে ইনস্টাগ্রাম।


রাশিয়ান এক ইউজারের চোখে প্রথম ধরা পড়ে ইনস্টাগ্রামের নতুন এই ফিচার। তার নেওয়া স্ক্রিনশটে দেখা গেছে, ইনস্টাগ্রামের ‘স্টোরিজ’ অংশের সর্বপ্রথম আইকনটিতে ‘লাইভ’ অপশন অ্যাড করা হয়েছে। আরও কিছু স্ক্রিনশটে স্টোরিজ ইন্টারফেজে ‘গো ইন্সটা’ বাটন যুক্ত থাকতে দেখা গেছে, যেটি মূলত লাইভ ভিডিও সম্প্রচারের বাটন হিসেবে ব্যবহৃত হতে পারে।


তবে এ ব্যাপারে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। রাশিয়ার সংবাদমাধ্যম ‘টি জার্নাল’-এ স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে ইনস্টাগ্রামের লাইভ ফিচারের প্রমাণ পাওয়া গিয়েছে।