শিক্ষক : পল্টু, বলতো ৭ আর ৩ মিলে কত হ্য়?
পল্টু : স্যার, ৭ আর ৩ মিলে ১১ হ্য়।
শিক্ষক : বেয়াদব ৭ আর ৩ মিলে ১০ হ্য়।
পল্টু : স্যার, আপনাদের মুখের কথা ঠিক নেই।
শিক্ষক : কীভাবে ঠিক নেই?
পল্টু : একদিন বলেন, ৫ আর ৫ মিলে ১০ হয়। আর একদিন বলেন, ৬ আর ৪ মিলে ১০ হয়। আর আজ বলেন, ৭ আর ৩ মিলে ১০ হয়।