সাধারণ জ্ঞান : আবহাওয়া ও জলবায়ু- ১ম পর্ব

সাধারণ জ্ঞান October 23, 2016 1,147
সাধারণ জ্ঞান : আবহাওয়া ও জলবায়ু- ১ম পর্ব

পৃথিবীতে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব অনেক। পরিবেশের সাথে এর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ফলে জনজীবনের সাথেও এর একটা নিবিড় যোগসূত্র রয়েছে। তাই ‘আবহাওয়া ও জলবায়ু’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-


১. প্রশ্ন : কীসের স্রোতে নদীখাত গভীর হয়?

উত্তর : জোয়ার-ভাটার স্রোত।


২. প্রশ্ন : বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়?

উত্তর : দুই।


৩. প্রশ্ন : কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক ভাবে বেশি?

উত্তর : শুক্র।


৪. প্রশ্ন : সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-

উত্তর : ১০ নিউটন।


৫. প্রশ্ন : বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা-

উত্তর : বাড়ে।


৬. প্রশ্ন : গর্জনশীল চল্লিশার অবস্থা কোনটি?

উত্তর : ৪০° দক্ষিণ থেকে ৪৭° দক্ষিণ।


৭. প্রশ্ন : আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কী?

উত্তর : সাইমুম।


৮. প্রশ্ন : ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়?

উত্তর : পারদ।


৯. প্রশ্ন : বায়ু প্রবাহিত হয়-

উত্তর : উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের দিকে।


১০. প্রশ্ন : বায়ুর শক্তি বা তাপের প্রধান উৎস কী?

উত্তর : সূর্য।


১১. প্রশ্ন : শীতকালে আমাদের দেশে ভেজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কেন?

উত্তর : আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে।


১২. প্রশ্ন : পানির স্তম্ভের হিসেবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ-

উত্তর : ১০.৩০ মিটার।


১৩. প্রশ্ন : সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?

উত্তর : ৬ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড।


১৪. প্রশ্ন : আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান-

উত্তর : মেটিওরোলজি।


১৫. প্রশ্ন : ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয়, তাকে বলে-

উত্তর : মৌসুমী বায়ু।


১৬. প্রশ্ন : ভূ-পৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত?

উত্তর : বায়ুপ্রবাহ।


১৭. প্রশ্ন : বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন?

উত্তর : ঠান্ডা ও শুষ্ক থাকলে।


১৮. প্রশ্ন : জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?

উত্তর : তুষার রেখা।


১৯. প্রশ্ন : কোনটি স্থানীয় বায়ু?

উত্তর : সাইমুম।


২০. প্রশ্ন : ব্যরোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে-

উত্তর : ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়।