আজ প্রমিজ ডে

প্রেমিক-প্রেমিকা কৌতুক October 22, 2016 2,619
আজ প্রমিজ ডে

প্রেমিক-প্রেমিকা ফোনে কথা বলছে.....


প্রেমিকা : এই, এই শোন না?


প্রেমিক : বলো।


প্রেমিকা : আজকে কি দিন বলতো?


প্রেমিক : প্রপোজ ডে নাকি?


প্রেমিকা : আরে ধুরর... সেটা তো অনেক আগেই চলে গেছে। আজকে প্রমিজ ডে বুঝলা?


প্রেমিক : হুম বুঝলাম। তাহলে প্রমিজ করো আজ থেকে ঝগড়া করবে না?


প্রেমিকা : আমি ঝগড়া করি? আচ্ছা থাক করবো না।


প্রেমিক : মিস কল দেবে না।


প্রেমিকা : আচ্ছা বাবা দেব না।


প্রেমিক : দেখা করতে লেট করবে না।


প্রেমিকা : আচ্ছা, আচ্ছা করবো না।


প্রেমিক : শপিং করে নিতে চাইবে না?


প্রেমিকা : কী কিপ্টার কিপ্টা। তোর সাথে প্রেমই করব না।


প্রেমিক : আরে আরে। এই মাত্র না প্রমিজ করলে ঝগড়া করবে না?


প্রেমিকা : আরে রাখ তোর প্রমিজ। কাইষ্টার কাইষ্টা, লোড দিতে বললে ২০ টাকা দিস। ফকির, তোর চৌদ্দগুষ্ঠি ফকির।