শুভ কাজে মিষ্টি মুখ

প্রেমিক-প্রেমিকা কৌতুক October 20, 2016 2,110
শুভ কাজে মিষ্টি মুখ

পিংকি : আমি আমাদের এই প্রতিদিনের ঝগড়ায় খুবই বিরক্ত। আমাদের মধ্যে এখন বোঝাপড়ার বড় অভাব। তাই আমার মতে আমাদের ব্রেকআপ হয়ে যাওয়া উচিত।

বল্টু : ঠিক আছে। প্রথমে চকলেট খাও।

পিংকি : ওয়াও! তুমি আমায় চকলেট দিলে, তার মানে তুমি আমাদের সম্পর্কটা চালাতে চাও?

বল্টু : আরে না। আম্মু বলেছে কোনো শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করতে!