সাগরের মাঝখানে লেবু গাছ

শিক্ষক-ছাত্র কৌতুক October 19, 2016 2,900
সাগরের মাঝখানে লেবু গাছ

শিক্ষক : মনে করো সাগরের মাঝখানে একটা লেবু গাছ। তুমি কীভাবে লেবু পেড়ে আনবে?


মন্টু : পাখি হয়ে স্যার!


শিক্ষক : মানুষকে পাখি বানাইবো কি তোর বাপ?


মন্টু : সাগরের মাঝখানে লেবু গাছ লাগাইবো কি আপনার বাপ?