এক টুকরা বরফ সমাধান করতে পারে আপনার বিভিন্ন সমস্যার! গৃহস্থালি সমস্যা থেকে শুরু করে রূপচর্চায়ও বরফের রয়েছে ব্যতিক্রমী সব ব্যবহার।
জেনে নিন সেগুলো কী কী-
ঝুলানো গাছে পানি দেওয়া কষ্টকর। এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে বরফের টুকরা। কয়েকটি বরফের টুকরা ছড়িয়ে দিন গাছ রাখার পাত্রে। এগুলো ধীরে ধীরে গলে পূরণ করবে গাছের পানির চাহিদা।
অনেক সময় ভ্রু প্লাক করার পর লাল হয়ে ফুলে যায় ত্বক। এক টুকরা বরফ ঘষে নিন। নিমিষেই দূর হবে ত্বকের ফোলা ও লালচে ভাব।
আসবাবপত্র এদিক-সেদিক করতে গিয়ে কার্পেটে দাগ পড়ে গেছে? এক টুকরা বরফ রাখুন দাগের উপর। বরফ গলে গেলে ব্রাশ করে নিন কার্পেট।
বরফ জমানোর ট্রেতে পানির সঙ্গে ছোট ছোট ফলের টুকরা দিয়ে দিন। ফলের জুসের সঙ্গে কয়েক টুকরা বরফ ছেড়ে দিন গ্লাসে। দেখুন কেমন চমৎকার ফ্লেভার চলে এসেছে পানীয়তে! লেবুর টুকরা মেশানো বরফ এক গ্লাস পানিতে দিয়ে পান করতে পারেন। গরমে আরাম পাবেন।
অতিরিক্ত কুঁচকানো কাপড় ঠিক করতে একটি নরম কাপড়ে বরফের টুকরা মুড়ে ঘষে নিন কাপড়। তারপর ইস্ত্রি করে ফেলুন।
চোখের আশেপাশের ফোলা ভাব কমাতে নরম কাপড়ে বরফের টুকরা মুড়ে চোখের উপর রাখুন।
লম্বা ফুলদানির ভেতরের অংশ পরিষ্কার করা কষ্টকর। কয়েক টুকরা বরফ ও ১/৪ কাপ লবণ ফুলদানির ভেতর দিয়ে সহজেই পরিষ্কার করে নিন ফুলদানি!
বরফ জমানোর ট্রেতে পানির সঙ্গে ছোট রঙিন ফুল ছেড়ে দিন। বরফ জমে গেলে বড় কাচের পাত্রে করে রাখুন সন্ধ্যার পার্টিতে।
অতিরিক্ত গরমে দিশেহারা অবস্থা? টেবিল ফ্যানের সামনে একটি পাত্রে বরফ রাখুন। দেখুন কেমন প্রাণ জুড়ানো ঠাণ্ডা হাওয়া বইছে!
ব্রণ লালচে হয়ে ফুলে গেলে কাপড়ে মোড়ানো বরফ চেপে ধরুন ত্বকে। উপকার পাবেন।
কাপড়ে চুইংগাম লেগে গেলে বরফ চেপে ধরুন এর উপর। চুইংগাম শক্ত হলে টেনে উঠিয়ে ফেলুন।
তথ্যসূত্রঃ বাংলা ট্রিবিউন