রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার চূড়ান্ত অনুমোদন

BTRC News October 18, 2016 1,453
রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার চূড়ান্ত অনুমোদন

মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।


আজ মঙ্গলবার বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, আজ কমিশন বৈঠকে রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন নির্ধারিত মাসুল ও ফি ‍দিয়ে একীভূত হবে এ দুই অপারেটর।


একীভূত হতে ছোটখাট কিছু শর্ত দেওয়া হয়েছে বলে জানালেও সেগুলো সম্পর্কে বিস্তারিত বলেননি বিটিআরসি চেয়ারম্যান।


একীভূত হওয়ার পর এই কোম্পানি পরিণত হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানে; রবি নামেই বাজারে ব্যবসা করবে।


সূত্রঃ কালের কন্ঠ