সাধারণ জ্ঞান : সালোক সংশ্লেষণ ও অন্যান্য

সাধারণ জ্ঞান October 18, 2016 1,053
সাধারণ জ্ঞান : সালোক সংশ্লেষণ ও অন্যান্য

সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে বায়ু থেকে গৃহীত কার্বন-ডাই-অক্সাইড এবং মাটি থেকে শোষিত পানি যে জটিল শারীরবৃত্তীয় জারণ-বিজারণ প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বলে। ‘সালোক সংশ্লেষণ ও অন্যান্য’ নিয়ে আজকের আয়োজন-


১. প্রশ্ন : সালোক সংশ্লেষণে কার্বন-ডাই-অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে-

উত্তর : গ্লুকোজ ও অক্সিজেন।


২. প্রশ্ন : সালোক সংশ্লেষণ সংঘটিত হয় যেখানে-

উত্তর : ক্লোরোফিল আছে।


৩. প্রশ্ন : কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে?

উত্তর : সালোক সংশ্লেষণ।


৪. প্রশ্ন : সবুজ উদ্ভিদ কোথায় খাদ্য তৈরি করে?

উত্তর : পাতায়।


৫. প্রশ্ন : ভায়াগ্রা কী?

উত্তর : একটি ওষুধ।


৬. প্রশ্ন : বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়?

উত্তর : ডায়রিয়া।


৭. প্রশ্ন : বিষধর সাপে কাটলে ক্ষতস্থানে থাকে-

উত্তর : পাশাপাশি দুটো দাঁতের দাগ।


৮. প্রশ্ন : ‘সিঙ্কোনা’ কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

উত্তর : ম্যালেরিয়া।


৯. প্রশ্ন : আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কোনটি?

উত্তর : ঠান্ডা পানি ও বরফ দেওয়া।


১০. প্রশ্ন : কোনটি অ্যান্টিবায়োটিক?

উত্তর : পেনিসিলিন।


১১. প্রশ্ন : কোনটি ভাইরাসরোধী ওষুধ?

উত্তর : অ্যাসাইক্লোভির।


১২. প্রশ্ন : অ্যান্টিবায়োটিকের কাজ-

উত্তর : জীবাণু ধ্বংস করা।


১৩. প্রশ্ন : নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইড এর-

উত্তর : ০.৯% জলীয় দ্রবণ।


১৪. প্রশ্ন : শরীরের কোনো অংশ পুড়ে গেলে তাৎক্ষণিক কী ব্যবস্থা নেয়া উচিত?

উত্তর : বরফ বা পরিষ্কার ঠান্ডা পানি দেয়া।


১৫. প্রশ্ন : অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়-

উত্তর : ছত্রাক দিয়ে।


১৬. প্রশ্ন : দুর্ঘটনায় পতিত কোন ব্যক্তির ভাঙা হাত-পায়ের প্রাথমিক পরিচর্যা কী?

উত্তর : ভাঙা স্থান কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের কাছে পাঠানো।


১৭. প্রশ্ন : অতিশক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কী বলে?

উত্তর : কেমোথেরাপি।


১৮. প্রশ্ন : কলেরা বা ডায়রিয়া রোগিকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন?

উত্তর : দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য।


১৯. প্রশ্ন : রোদে পোড়া, ত্বকে র‌্যাস বের হওয়া, পোকামাকড়ের কামড়ে দরকার-

উত্তর : বেকিং সোডাযুক্ত গরম পানিতে সমস্ত শরীর ভেজানো।


২০. প্রশ্ন : কোনটি ম্যালেরিয়ার ঔষধ নয়?

উত্তর : পাইরামিথামিন + সালফাডক্সিন।