ধোপা হিন্দু হোক বা মুসলিম উভয়ের ধোয়া কাপড়ই পাক এতে কোন প্রকার অসুবিধা নেই। কারণ কাপড় পাক হওয়ার জন্য নাপাক দূর হওয়া শর্ত। ধৌতকারী মুসলিম হওয়া শর্ত না। [আযীযুল ফাতাওয়া ৭৬৬]
আমরা আমাদের কাপড় ময়লা হলে লন্ড্রিতে ধুতে দেই। আর লন্ড্রির লোকেরা সেই কাপড় বিভিন্ন সময় বিভিন্নজনকে দিয়ে থাকে। এমনকি অনেক সময় তার হিন্দুদের মাধ্যমেও কাপড় ধোয়ার কাজ করিয়ে থাকেন। তো হিন্দুদের ধোয়া কাপড় মুসলিমের জন্য পরার হুকুম কি?
ধোপা হিন্দু হোক বা মুসলিম উভয়ের ধোয়া কাপড়ই পাক এতে কোন প্রকার অসুবিধা নেই। কারণ কাপড় পাক হওয়ার জন্য নাপাক দূর হওয়া শর্ত। ধৌতকারী মুসলিম হওয়া শর্ত না। [আযীযুল ফাতাওয়া ৭৬৬]
মাওলানা মিরাজ রহমান
এডটির ইনর্চাজ, প্রিয় ডট কম