মেধাবীদের ফেল করার নেপথ্যে

মজার সবকিছু October 17, 2016 1,495
মেধাবীদের ফেল করার নেপথ্যে

খবরে প্রকাশ_ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ৯০ ভাগ শিক্ষার্থী ফেল করেছেন। ঢাবিতে জিপিএ ৫ পাওয়া সব শিক্ষার্থীই ভর্তি পরীক্ষা দেন। তাহলে এত ফেল কেন? চলুন কয়েকজন 'মেধাবী', কিন্তু ভর্তি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীর কাছ থেকে জানার চেষ্টা করা যাক!


আপনি জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী হয়েও ভর্তি পরীক্ষায় ফেল করলেন?


_ জনৈক শিক্ষার্থী : কী করব বলেন। এত চেষ্টা করেও ভর্তি পরীক্ষার আগে প্রশ্ন হাতে পাইনি!


এই যে জনাব, এ প্লাস পাওয়া শিক্ষার্থী হয়ে ফেল করার কারণ কী?


_ জনৈক শিক্ষার্থী : পরীক্ষার আগে প্রশ্ন পেলে ঠিকই পাস করতাম।


ফেল করার পেছনে কী কারণ থাকতে পারে বলে মনে করেন?


_ জনৈক শিক্ষার্থী : কারণ তো একটাই। প্রশ্ন ফাঁস না হওয়া।


আপনি কেন ভর্তি পরীক্ষায় পাস করতে পারেননি?


_ জনৈক শিক্ষার্থী : কথা ছিল মন্টু দেখাবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে হারামিটা বেইমানি করে বসল।


আপনার ফেল করার পেছনে কোন বিষয়কে দায়ী করবেন?


_ জনৈক শিক্ষার্থী : যারা প্রশ্ন ফাঁস করে, এবার তারা তাদের কাজ ঠিকমতো করতে পারেনি।