ইসলাম ডেস্ক: পত্র-পত্রিকা কিংবা ম্যাগাজিনে হারহামেশাই আমরা অপরিচিত বেগানা নারীদের ছবি সংবলিত নিউজ পড়ে থাকি। আসলে সেটা কি আমাদের জন্য দোষের কিংবা পাপের?
প্রথমে জানতে হবে যে
বেগানা বলতে আসলে কি বুঝানো হয়েছে? বেগানা মানে হলো- যে নারীর সাথে পর্দা করা ফরজ, পর্দাহীনভাবে যে নারীকে দেখার অনুমতি ইসলামি শরীয়ত প্রদান করে না। এমন নারীকে বেগানা বলা হয়।
বেগানা নারীদের সরাসরি দেখা যেমন না জায়েজ ঠিক তেমনই ভাবে তাদের ফটো দেখাও না জায়েজ ও হারাম। তাই বেগানা মেয়েদের ফটো দেখা কোনভাবেই জায়েয না। [হেদায়া: ৪-৪৫৮]