বিখ্যাত কোম্পানি বিএমডব্লিউ ১০০ বছর পূর্ত উপলক্ষ্যে উন্নত এক কনসেপ্টের মোটর বাইক আনতে যাচ্ছে। এটি প্রযুক্তিতে এতটাই অত্যাধুনিক যা পূর্বের সব আবিষ্কারকে ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
বাইকটি বিশেষ কিছু ফিচার নিয়ে বাজারে আসছে। যা তাক লাগিয়ে দেবে বিশ্বের বাইকপ্রেমীদের।
এটি চালাতে কোনো হ্যালমেটের প্রয়োজন হবে না। থাকবে না কোনো নিরাপত্তা ঝুঁকি। এই বাইকের আরেকটি বিশেষ বৈশিষ্ট হলো, বাইকটি তার চালককে সব সময় সোজা রাখবে।
সহজ কথায় এটি কোনো অবস্থাতেই চালককে মাটিতে ফেলবে না। কারণ আঘাত পেলেও বাইকটির হেলে পড়ার সুযোগ রাখা হয়নি।
বিএমডব্লিউ’র এ বাইকটি সাধারণ বাইক থেকে ডিজাইনে সম্পূর্ণ ভিন্ন। কোম্পানি দাবি করেছে, এটি যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাস্তায় নিরাপদে চলতে সক্ষম।
বাইকটির সঙ্গে একটি অত্যাধুনিক সানগ্লাসও দেয়া হবে। যেটি রাস্তার যে কোনো ধরনের বিপদ সংকেত এবং সার্বিক পরিস্থিতি জানাতে সক্ষম।
বাইকটি এখন পর্যন্ত কনসেপ্টেই সীমাবদ্ধ। কবে নাগাদ এটি রাস্তায় নামতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি।