সাধারন জ্ঞানের আসর - ২য় পর্ব

সাধারণ জ্ঞান October 16, 2016 1,754
সাধারন জ্ঞানের আসর - ২য় পর্ব

১. ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন-


ক. বেতার/রেডিওর মাধ্যমে


খ. ওয়্যারলেসের মাধ্যমে


গ. টেলিগ্রাফের মাধ্যমে


ঘ. টেলিভিশনের মাধ্যমে


২. বাংলাদেশের কতটি ‘ছিটমহল’ ভারতের সীমানায় অন্তর্ভুক্ত রয়েছে?


ক. ১৬২টি খ. ১১১টি


গ. ৫১টি ঘ. ১০১টি


৩. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?


ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে


গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৭ সালে


৪. আরব লীগ প্রতিষ্ঠা পায়-


ক. ১৯৪৯ সালে খ. ১৯৫০ সালে


গ. ১৯৪৫ সালে


ঘ. ১৯৪০ সালে


৫. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?


ক. যমুনা নদীতে খ. বঙ্গোপসাগরে


গ. মেঘনার মোহনায় ঘ. সন্দ্বীপ চ্যানেল


৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ১২ আউলিয়ার দেশ বলা হয়?


ক. রাজশাহী খ. ঢাকা


গ. চট্টগ্রাম ঘ. সিলেট


৭. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?


ক. রাজশাহী খ. ঢাকা


গ. চট্টগ্রাম ঘ. সিলেট


৮. ম্যানগ্রোভ কী?


ক. কেওড়া বন খ. উপকূলীয় বন


গ. শালবন ঘ. চিরহরিৎ বন


৯. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?


ক. ফিজি খ. ভ্যাটিকান


গ. কুয়েত ঘ. মালদ্বীপ


১০. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ?


ক. চীন খ. কানাডা


গ. রাশিয়া ঘ. ব্রাজিল


১১. ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?


ক. সিউল খ. আম্মান


গ. কায়রো ঘ. তেহরান


১২. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?


ক. অর্থ মন্ত্রণালয়


খ. প্রধানমন্ত্রীর কার্যালয়


গ. বাংলাদেশ ব্যাংক


ঘ. সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন


১৩. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?


ক. ঢাকায় খ. ময়মনসিংহে


গ. চট্টগ্রামে ঘ. নড়াইল


১৪. ২০১৪-১৫ করবর্ষে সর্বোচ্চ করদাতা হল-


ক. গ্রামীণফোন


খ. স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ


গ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড


ঘ. রবি আজিয়াটা লিমিটেড


১৫. ২০১৫-১৬ (সাময়িক) অর্থবছরে মাথাপিছু আয় কত?


ক. ১৩৪৬ মা. ড. খ. ১৪৪৬ মা. ড.


গ. ১৪৫৬ মা. ড. ঘ. ১৪৬৬ মা. ড.


১৬. বর্তমানে দেশে ঘোষিত ২৩তম স্থলবন্দর (বাল্লা) কোথায় অবস্থিত?


ক. চুনারুঘাট (হবিগঞ্জ)


খ. ছাতক (সুনামগঞ্জ)


গ. আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)


ঘ. বিয়ানীবাজার (সিলেট)


১৭. জম্মু ও কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে?


ক. মেহবুবা মুফতি খ. জয়ললিতা


গ. মায়াবতী ঘ. মমতা বন্দ্যোপাধ্যায়


১৮. যুক্তরাজ্য কাকে বাংলাদেশে বাণিজ্য দূত নিয়োগ দেয়?


ক. রুশনারা আলী খ. টিউলিপ সিদ্দিকি


গ. রুপা আশা হক


ঘ. ওয়াসফিয়া নাজনীন


১৯. ওআইসির বর্তমান প্রেসিডেন্ট কে?


ক. রিসেপ তায়েপ এরদোগান (তুরস্ক)


খ. মামনুন হুসাইন (পাকিস্তান)


গ. ফুয়াদ মাসুম (ইরাক)


ঘ. বাদশাহ সালমান (সৌদি আরব)


২০. কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত?


ক. পশুর খ. মাতামুহুরী


গ. গোমতী ঘ. সুরমা


উত্তর : ১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ক ২০ গ।