বিধর্মীদের মেলায় গিয়ে কেনা কাটা করা যাবে কিনা?

ইসলামিক শিক্ষা October 15, 2016 1,646
বিধর্মীদের মেলায় গিয়ে কেনা কাটা করা যাবে কিনা?

আমাদের দেশে বিশেষত হিন্দুদের বিভিন্ন উপলক্ষে বিভিন্ন প্রকারের মেলা হয়ে থাকে। আর দেখা যায় এই সব মেলায় জিনিস-পত্র কম মূল্যে পাওয়া যায়। তো আমার জানার বিষয় হচ্ছে এই সব মেলা থেকে কেনা কাটা করা জয়েয হবে কি না?


কফেরদের ধর্মীয় মেলায় যাওয়া এবং সেখান থেকে কেনা কাটা করা জায়েজ হবে না। [আযীযুল ফাতাওয়া ৭৫৭]


তথ্যসূত্রঃ প্রিয় ইসলাম