বাংলা ভাষায় ইংরেজি শিখতে বিবিসির অ্যাপ

এপস রিভিউ October 15, 2016 1,859
বাংলা ভাষায় ইংরেজি শিখতে বিবিসির অ্যাপ

মাতৃভাষার পর দ্বিতীয় একটি ভাষা জানা থাকলে তা বেশ কাজে দেয়। পেশাগত কাজে এটি যেমন বেশ সহায়তা করে, তেমনি অন্য ভাষা জ্ঞানও অর্জিত হয়। আর এখন বিশ্বজুড়ে ইংরেজির প্রাধান্য বেশি বলে এ ভাষা শেখা প্রয়োজন। বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে তথ্য আদান প্রদান, পড়াশোনা থেকে শুরু করে ইন্টারনেট চালাতেও দরকার ইংরেজি জানা।


ইংরেজি না জানার ফলে বিপাকে পড়তে হয় অনেককে। তাই এ ভাষা শেখার জন্য অনেকেই বিভিন্ন উপায় বুঝে নেন। পাঠ্যপুস্তকের বাইরেও এ ভাষা শেখার নানান পদ্ধতি রয়েছে। চাইলে মাতৃভাষা বাংলাতেও শেখা যায় ইংরেজি। রয়েছে বিভিন্ন বই-পুস্তক ও গাইড।


এবার বাংলায় ইংরেজি শেখার জন্য তৈরি করা হয়েছে অ্যাপ্লিকেশন। তেমনি একটি মানসম্মত অ্যাপ হলো ‘লার্ন ইংলিশ ফর্ম বিবিসি জানালা’।


১. অ্যাপটিতে বিভিন্ন বিষয় অধ্যায় অনুযায়ী সাজানো রয়েছে । যেখানে থেকে বাছাই করে পড়ে নেয়া যাবে।

২. প্রতিটা অধ্যায় শেষে রয়েছে কুইজ। কতটুকু শেখা হল, তা নিজে নিজেই যাচাই করে নেওয়া যাবে।

৩. সম্পূর্ন অফলাইনে কাজ করবে অ্যাপ্লিকেশনটি। ফলে একবার ডাউনলোডের পর আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

৪. বাংলা ভাষায় ইংরেজি শেখার বিভিন্ন উপায় তুলে ধরায় সহজে যে কেউ ইংরেজি শিখতে পারবে এটি ব্যবহার করে।


চমৎকার অ্যাপ্লিকেশনটি এই প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেয়া যাবে।


Learn English from BBC Janala লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন..