রিমোটটা নিয়ে আয়

মাতাল কৌতুক October 14, 2016 3,236
রিমোটটা নিয়ে আয়

১ম মাতাল : আচ্ছা, কম্পিউটার চালু করে কেমনে?

২য় মাতাল : তুই জানিস না!

১ম মাতাল : না।

২য় মাতাল : হা হা হা… এ জন্যই মানুষ তোরে পাগল বলে…

১ম মাতাল : তুই জানলে বল না!

২য় মাতাল : যা রিমোটটা নিয়ে আয়। আমি চালু কইরা দিতাছি।