ইভেন্টস অ্যাপ আনছে ফেসবুক

এপস রিভিউ October 12, 2016 997
ইভেন্টস অ্যাপ আনছে ফেসবুক

ইভেন্টস নামে আলাদা একটি অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। যুক্তরাষ্ট্রে আইওএস প্ল্যাটফর্মের ডিভাইস ব্যবহারকারীরা এটি এখন ব্যবহার করতে পারছেন। শিগগিরই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এটি চলে আসবে। পরে অন্যান্য দেশেও এটি চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।


শুক্রবার ফেসবুকের পণ্য ব্যবস্থাপক আদিত্য কুলওয়াল এক বিবৃতিতে বলেন, ‘প্রতিদিন ১০ কোটির মানুষ ফেসবুকে ইভেন্টস ব্যবহার করেন। আশপাশে কী ঘটতে যাচ্ছে কিংবা দৈনন্দিন ঘটনা স্মরণে রাখতে ফেসবুক ‘ইভেন্টস’ অ্যাপ আনছে। ইভেন্টস অ্যাপটি খুললে ফেসবুক বন্ধুসহ পছন্দ করা পেজে কোনো ইভেন্ট থাকলে সে তথ্য দেখা যাবে। এ ছাড়া সহজেই ঘটনাগুলো সহজে ব্রাউজ ও সার্চ করা যাবে। ইভেন্টসের জন্য আলাদাভাবে অ্যাপ আনলেও ফেসবুক অবশ্য মূল সাইট থেকে এই সেবা সরাচ্ছে না।

সূত্র : আইএএনএস।