পাপ করে তা প্রকাশ করা থেকে সাবধান!

ইসলামিক শিক্ষা October 12, 2016 4,380
পাপ করে তা প্রকাশ করা থেকে সাবধান!

পাপ করে তা প্রকাশ করা থেকে সাবধান!

.

শয়তানের ওয়াওয়াসায় পড়ে মানুষের পাপ হয়ে যেতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা পাপ কোনটা আর নেকি কোনটা তা পর্যন্ত বুঝে না। তাই তারা মুভি-গান ইত্যাদি দেখার মত স্পশট নিকৃষ্ট পাপ কাজ করার পরেও ফেইসবুকে স্ট্যাটাস দেয়,,

.

listening music

watching movie

অথচ এইগুলা যে কবিরা গুনাহ(জাহান্নামের পথ) তা হয়তো তারা ভুলেই গেছে!! তাই নিজেতো পাপ করবেই আবার তা প্রকাশ ও করবে!

.

রাসুল্লাহ (সা) বলেছেন,, আমার সকল উম্মত মাফ পাবে, তবে পাপ প্রকাশকারী ব্যাতিত। আর এক প্রকার প্রকাশ এই যে, কোন ব্যাক্তি রাতে পাপ কাজ করে, যা আল্লাহ গোপন রাখেন। কিন্তু সকাল হলে সে বলে বেড়ায়,"হে অমুক আমি আজ রাতে এই কাজ করেছি। অথচ সে এমন রাত্রি অতিবাহিত করেছিল যে, আল্লাহ তার পাপ গুপ্ত রেখেছিলেন। কিন্তু সে সকালে উঠে তার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলে। (সহিহ বুখারি:৬০৬৯)