বাংলাদেশে কয়েক দিন ফেসবুক বন্ধের গুজব

ইন্টারনেট দুনিয়া October 11, 2016 968
বাংলাদেশে কয়েক দিন ফেসবুক বন্ধের গুজব

চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও অষ্টম শ্রেণির সমাপনী (জেএসসি) পরীক্ষা চলাকালীন বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কয়েকদিন বন্ধ রাখা হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা।


প্রশ্ন ফাঁস রোধে এ ধরনের সিদ্ধান্ত হতে পারে বলে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে এমন গুজব। এর আগের পরীক্ষাগুলোতে পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে সেসব প্রশ্ন পাওয়া যায়। এতে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়।


উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে অষ্টম শ্রেণি এবং ২০ নভেম্বর থেকে পিইসি ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হবে। -যুগান্তর