সাধারণ জ্ঞান : উদ্ভিদ জগৎ- ১ম পর্ব!

সাধারণ জ্ঞান October 11, 2016 1,215
সাধারণ জ্ঞান : উদ্ভিদ জগৎ- ১ম পর্ব!

পৃথিবীর যাবতীয় সৃষ্টির মধ্যে উদ্ভিদ জগৎ অন্যতম। মানুষের কল্যাণে সৃষ্টিকর্তা উদ্ভিদ জগৎ সৃষ্টি করেছেন। উদ্ভিদ জগতের অজানা অনেক তথ্য নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-


১. প্রশ্ন : অঙ্কুরোদগমের জন্য দরকার হয়-

উত্তর : তাপ, পানি ও অক্সিজেন।


২. প্রশ্ন : কোনটি একবীজপত্রী?

উত্তর : ভুট্টা।


৩. প্রশ্ন : কোনটি অপুষ্পক উদ্ভিদ?

উত্তর : মস।


৪. প্রশ্ন : কোন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে?

উত্তর : শৈবাল।


৫. প্রশ্ন : ‘লেটব্লাইট’ কোন ফসলের রোগ?

উত্তর : আলু।


৬. প্রশ্ন : ঈস্ট কী?

উত্তর : একটি ছত্রাক।


৭. প্রশ্ন : কচুরীপানা পানিতে ভাসে, কারণ এদের-

উত্তর : কাণ্ড ফাঁপা।


৮. প্রশ্ন : জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-

উত্তর : এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে।


৯. প্রশ্ন : ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্কযুক্ত?

উত্তর : চা বাগান।


১০. প্রশ্ন : মূল নেই কীসের?

উত্তর : মস।


১১. প্রশ্ন : মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কী বলে?

উত্তর : জেরোফাইট।


১২. প্রশ্ন : পানিতে কিসমিস ডুবিয়ে রাখলে কিছুক্ষণের মধ্য ফুলে ওঠার কারণ-

উত্তর : অভিস্রবণ প্রক্রিয়া।


১৩. প্রশ্ন : একবীজপত্রী উদ্ভিদ নয়?

উত্তর : কাঁঠাল।


১৪. প্রশ্ন : ধানের বাদামি রোগ হয়-

উত্তর : ছত্রাক দ্বারা।


১৫. প্রশ্ন : কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়?

উত্তর : চা।


১৬. প্রশ্ন : ফ্লোরা বলা হয় কোনটিকে?

উত্তর : উদ্ভিদকূলকে।


১৭. প্রশ্ন : কোনটি মূল?

উত্তর : আদা।


১৮. প্রশ্ন : ‘লালপচা’ কোন ফসলের রোগ?

উত্তর : আখ।


১৯. প্রশ্ন : ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল-

উত্তর : ব্যাঙের ছাতা।


২০. প্রশ্ন : মাশরুম এক ধরনের-

উত্তর : ফাঙ্গাস।