পুজার উৎসবে যাওয়া নিয়ে রাসুল্লাহ (সা) এর ভবিষ্যত বানী

ইসলামিক শিক্ষা October 8, 2016 5,024
পুজার উৎসবে  যাওয়া নিয়ে রাসুল্লাহ (সা) এর ভবিষ্যত বানী

দেখুন তো, আপনি পুজার উৎসবে যাওয়া রাসুল্লাহ (সা) এর সে উম্মত কিনা যাকে নিয়ে রাসুল্লাহ (সা) ভবিষ্যত বানী করেছেন.....

.

সাওবান (রা) বলেন,, রাসুল্লাহ (সা) বলেছেন,,

"শিগ্রই আমার উম্মতের কিছু লোক মুর্তিপূজা করবে । আর খুব শিগ্রই আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে যোগ দিবে।

(ইবনে মাজাহঃ ৩৯৫২)

.

"ধর্ম যার যার উৎসব সবার "

বলে সেক্যুলারদের শিখিয়ে দেওয়া বাক্যটি যদি বাস্তবায়ন করতে কোন মুসলমানের বাচ্চা পূজায় গিয়ে শরিক হয় বা অংশগ্রহণ করে তবে সে যে তার ঈমান বিসর্জন দিয়ে আসল এই ব্যাপারটা তাদেরকে কে বুঝাবে??

.

'শিরক ' এমন একটি টার্ম যেটার কোন ক্ষমা আল্লাহর কাছে নাই।। বাকি গুনাহগুলো চাহেতো তিনি ক্ষমা করে দিতে পারেন তবে শিরক নামক গুনাহর কোন নিষ্কৃতি নাই।।

.

আল্লাহ যেন এই উম্মাহকে উপরোক্ত হাদীসের অভিসম্পাতপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন। (আমিন)