সাধারণ জ্ঞান : বাংলাদেশ রেলওয়ে- ১ম পর্ব

সাধারণ জ্ঞান October 8, 2016 1,688
সাধারণ জ্ঞান : বাংলাদেশ রেলওয়ে- ১ম পর্ব

বাংলাদেশের একটি অন্যতম যোগাযোগমাধ্যম রেলপথ। সেবাটি সারাদেশে বিস্তৃত না হলেও এর আছে গৌরবময় ইতিহাস। বৃটিশরাই বাংলাদেশে প্রথম রেলপথ নির্মাণ করে। এখন আরো আধুনিক হয়েছে। তাই ‘বাংলাদেশ রেলওয়ে’ আজকের আয়োজনের ১ম পর্ব-


১. প্রশ্ন : বাষ্পীয় ইঞ্জিন কবে আবিষ্কৃত হয়?

উত্তর : ১৮০১ সালে।


২. প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ কোনটি?

উত্তর : হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত।


৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে ক’টি অঞ্চলে বিভক্ত?

উত্তর : ২টি।


৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের অঞ্চল কী নামে?

উত্তর : পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দফতর।


৫. প্রশ্ন : পূর্বাঞ্চলীয় সদর দফতর কোথায়?

উত্তর : চট্টগ্রাম।


৬. প্রশ্ন : পশ্চিমাঞ্চলীয় সদর দফতর কোথায়?

উত্তর : রাজশাহী।


৭. প্রশ্ন : রেলওয়ের সার্বিক সদর দফতর কোথায়?

উত্তর : ঢাকা।


৮. প্রশ্ন : দেশে মোট রেলপথের দৈর্ঘ্য কত?

উত্তর : ২৮৮০.০৭ কিলোমিটার।


৯. প্রশ্ন : রেলপথের ব্রডগেজ কত?

উত্তর : ৬৬০.২২ কিলোমিটার।


১০. প্রশ্ন : রেলপথের ডুয়েলগেজ কত?

উত্তর : ৩৬৫.০০ কিলোমিটার।


১১. প্রশ্ন : রেলপথের মিটারগেজ কত?

উত্তর : ১৮৫৪.৮৫ কিলোমিটার।


১২. প্রশ্ন : বাংলাদেশের রেলস্টেশনের সংখ্যা কত?

উত্তর : ৪৮৯টি।


১৩. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে ব্রডগেজ কতটি?

উত্তর : ১৫২টি।


১৪. প্রশ্ন : রেলস্টেশনের মধ্যে মিটারগেজ কতটি?

উত্তর : ৩৩৭টি।


১৫. প্রশ্ন : দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম কী?

উত্তর : ঢাকার কমলাপুর স্টেশন।


১৬. প্রশ্ন : দেশে রেল পুলিশ থানা কতটি?

উত্তর : ২১টি।


১৭. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কোন ধরনের সেতু?

উত্তর : রেলসেতু।


১৮. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কবে নির্মাণ করা হয়?

উত্তর : ১৯১৫ সালে।


১৯. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজের প্রকৌশলী কে ছিলেন?

উত্তর : স্যার রবার্ট উইলিয়াম সেলস।


২০. প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করে কবে থেকে?

উত্তর : ২১ জানুয়ারি ২০০১।