সাধারণ জ্ঞান : বাংলাদেশের সংবাদ সংস্থা- শেষ পর্ব

সাধারণ জ্ঞান October 6, 2016 1,184
সাধারণ জ্ঞান : বাংলাদেশের সংবাদ সংস্থা- শেষ পর্ব

তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে বেড়ে গেছে সংবাদ সংস্থার গুরুত্ব। ঘটেছে তার শ্রেণি বিন্যাস। বেতার থেকে এফএম, টিভি থেকে মোবাইল টিভি, সংবাদপত্র থেকে অনলাইন। বেড়েছে পাঠক বা দর্শকের চাহিদাও। তাই ‘বাংলাদেশের সংবাদ সংস্থা’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-


১. প্রশ্ন : ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : মোহাম্মদ নাসির উদ্দিন।


২. প্রশ্ন : ঢাকার প্রথম সংবাদপত্রের নাম কী? এটি কবে প্রকাশ হয়?

উত্তর : ঢাকা প্রকাশ। ১৮৬১ সালে।


৩. প্রশ্ন : ‘ঢাকা প্রকাশ’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর : কবি কৃষ্ণচন্দ্র মজুমদার।


৪. প্রশ্ন : বাংলাদেশে প্রথম টিভি ভবন কোথায় স্থাপন করা হয়েছিল?

উত্তর : ঢাকার ডিআইটি ভবনে।


৫. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের সর্বশেষ সম্প্রচার কেন্দ্র কোনটি?

উত্তর : রাজশাহী সম্প্রচার কেন্দ্র।


৬. প্রশ্ন : টেলিভিশনের রাজশাহী সম্প্রচার কেন্দ্র কবে উদ্বোধন করা হয়?

উত্তর : ১৩ জুন ২০০১।


৭. প্রশ্ন : চট্টগ্রামে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র কবে স্থাপিত হয়?

উত্তর : ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর।


৮. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনে কবে থেকে সিএনএনের অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম শুরু করে?

উত্তর : ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে।


৯. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন কবে থেকে বিএনএনের অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম শুরু করে?

উত্তর : ১ এপ্রিল ১৯৯৩ সাল।


১০. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের রজতজয়ন্তী কবে পালিত হয়?

উত্তর : ১৯৮৯ সালের ২৫ ডিসেম্বর।


১১. প্রশ্ন : ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র কবে স্থাপিত হয়?

উত্তর : ১৯৭৫ সালে।


১২. প্রশ্ন : ডিস অ্যান্টিনা ব্যবহারের সরকারি সিদ্ধান্ত হয় কবে?

উত্তর : ২৭ এপ্রিল ১৯৯২।


১৩. প্রশ্ন : বিটিভির দ্বিতীয় চ্যানেল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত কবে গ্রহণ করা হয়?

উত্তর : ২১ জানুয়ারি ১৯৯৮।


১৪. প্রশ্ন : ‘বাংলা টিভি’ কোন দেশে চালু হয়?

উত্তর : ব্রিটেনে।


১৫. প্রশ্ন : ‘বাংলা টিভি’ কবে থেকে চালু হয়?

উত্তর : ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর থেকে।


১৬. প্রশ্ন : বাংলাদেশ বেতারের পূর্বনাম কী ছিল?

উত্তর : রেডিও বাংলাদেশ।


১৭. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ বেতারের কয়টি স্টেশন রয়েছে?

উত্তর : ১৩টি।


১৮. প্রশ্ন : বাংলাদেশ বেতারের সর্বশেষ পূর্ণাঙ্গ স্টেশন কোনটি?

উত্তর : রাঙ্গামাটি।


১৯. প্রশ্ন : বাংলাদেশে বেতারের চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্র কখন তাদের কার্যক্রম শুরু করে?

উত্তর : ১৯৫৪ সালে।


২০. প্রশ্ন : বাংলাদেশ বেতার কত সালে স্থাপিত হয়?

উত্তর : ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।