পরীক্ষায় কেন খারাপ করে মানুষ?

মজার সবকিছু October 6, 2016 1,619
পরীক্ষায় কেন খারাপ করে মানুষ?

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বা ফেল করার অভিজ্ঞতা কমবেশি অনেকেরই আছে! কিন্তু জানেন কি, পরীক্ষায় কেন ফেল করে মানুষ? চলুন জেনে নিই সেসব কারণ।


১. কথায় আছে, ফেইল্যুর ইজ দ্য পিলার অব সাকসেস। তাই পিলার বানাতে অগ্রণী ভূমিকা রাখতেই ফেল করে থাকতে পারে সবাই!


২. ইতিহাস ঘেঁটে দেখা যায়, পৃথিবী বিখ্যাত অনেক বিজ্ঞানী, কবি-সাহিত্যিক কিংবা মনীষীরাও জীবনে ফেলের স্বাদ নিয়েছেন। তাঁদের অনুকরণ করতে গিয়েই হয়তো ফেলের সংখ্যাটা এত বেড়ে গেছে।


৩. আজকাল ঘরে ঘরে এ প্লাস থাকার যুগে নিজের পাবলিসিটি পাওয়া খুবই টাফ। তাই ফেল করেই হয়তো আলোচনায় আসতে চেয়েছিল কেউ কেউ!


৪. এমনও হতে পারে প্রতিষ্ঠানের নাম ক্ষুণ্ণ করার জন্যই অনেকে ইচ্ছাকৃত ফেল করে বসে আছে!


৫. পাস করলে ভর্তি হয়ে কঠিন লেখাপড়া করে সেই আবার বেকারের খাতাতেই নাম লেখাতে হবে। এ কারণেই হতে পারে অনেকে ফেল করেছে।


৬. হার-জিতের মতো পাস-ফেলও চিরদিন থাকবে—এই চিরন্তন সত্যটা সবাইকে মনে করিয়ে দিতেই ফেলের মাত্রাটা ইচ্ছে করেই বাড়ানো হয়েছে।


৭. পাস করলে আবারও লেখাপড়ায় মনোযোগী হতে হবে। বাইরে ঘোরা, ফেসবুকিং, ক্ল্যাশ অব ক্ল্যান গেমস স্বাধীনভাবে খেলা যাবে না। এ জন্য অনেকে ফেলের খাতায় নাম লেখাতে পারেন।