এক ব্যক্তি এক সময় সুদ খেয়েছে। যার ফলে তার সমস্ত সম্পদ সুদের মাধ্যমে অর্জন করা। এখন সে তাওবা করেছে আর সে কখনো সূদ খাবে না। এখন কি তার সমস্ত সম্পত্তি হালাল হয়ে যাবে?
শুধু মৌখিক তাওবার দ্বারা হারাম মাল হালাল হয়ে যায় না বরং তার তাওবা করার নিয়ম হচ্ছে, যে মাল যার নিকট থেকে হারাম পন্থায় উপার্জন করছে সেই মাল তাকে বা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দেবে অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নেবে কিংবা ছদকা করে দিবে। তবেই সে মাফ পাবে। [আযীযুল ফাতাওয়া ৭৪৬]
তথ্যসূত্রঃ প্রিয় ইসলাম