বিশ্বের সর্বাধিক পর্ন সার্চ হয় পাকিস্তানে। শুধু তাই নয়, সবচেয়ে গোলমেলে এবং আপত্তিজনক পর্ন-ভিডিও সার্চ হয় এই দেশেই। এই সার্চ-তলিকার মধ্যে রয়েছে অ্যানিম্যাল পর্নও। গুগল এর করা এক সমীক্ষায় এমন তথ্য জানানো হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম এবেলার।
পর্ন-সন্ধানী প্রথম আটটি দেশই তথাকথিত ইসলামিক দেশ। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিশর, তার পরে রয়েছে ইরান, মরোক্কো, সৌদি আরব এবং তুরস্কের নাম। ভারতীয় গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে এমনটি দাবি করলেও গুগল এর কোন নিদিষ্ট সমীক্ষা বা প্রমাণ উল্লেখ করেননি ওই প্রতিবেদনে।