আপনার যদি মেসেজিং করার সময় বা কোন কিছু লেখার সময় টাইপ করতে বিরক্তি লেগে থাকে এবং আপনি যদি প্রযুক্তির সর্বোচ্চটুকু কাজে লাগাতে চান তাহলে আপনার জন্যে রয়েছে সুখবর! সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এমন একটি কীবোর্ড তৈরি করা হয়েছে যার ফলে আপনাকে আর কষ্ট করে কিছুই লিখতে হবেনা, মুখে বললেই কীবোর্ডটির স্পিচ রিকগনিশন সুবিধা আপনার স্পিচকে টেক্সটে রূপান্তরিত করে নিবে।
চীনের গুগল খ্যাত বাইদু সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে পরীক্ষা করে দেখেছে যে তাদের এই স্পিচ রিকগনিশন প্রযুক্তিটি একটি সাধারণ লেআউটের কীবোর্ডে ইংরেজি টাইপ করার থেকে প্রায় ৩ গুন দ্রুত কাজ করতে সক্ষম এবং এতে ভুলের পরিমাণও বেশ কম; মাত্র ২০.৪ শতাংশ এরর রেট ধরা পরেছে।
প্রজেক্টটির কো-অথর এবং কম্পিউটার বিজ্ঞানের একজন পিএইচডি শিক্ষার্থী শেরি রুয়ানের মতে, 'আমরা জানতাম স্পিচ রিকগনিশন প্রযুক্তিটি একটি চমৎকার প্রযুক্তি; আমরা তাই এই প্রযুক্তিটিকে আরও দ্রুত করতে চেষ্টা করেছি।' তিনি আরও বলেন, 'যখন আমরা দেখলাম যে এটি প্রায় ৩ গুণ দ্রুত কাজ করছে তখন আমরাও কিছুটা অবাক হয়েছিলাম।'
ভয়েস রিকগনিশন কীবোর্ড যে এই প্রথম তৈরি করা হয়েছে তা কিন্তু নয় বরং গুগলের নিজস্ব কীবোর্ডেই অনেক আগে থেকে ব্যবহারকারীরা ভয়েস ইনপুটের সুবিধা পাচ্ছেন। তবে স্বীকার করতেই হচ্ছে যে বাইদুর এই কীবোর্ড অ্যাপলিকেশনটি এই স্পিচ রিকগনিশন প্রযুক্তিটিকে আরও বেশ কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছে।
তথ্যসূত্র - সিনেট