দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে......
প্রথম বন্ধু : কীরে, তোর মন খারাপ?
দ্বিতীয় বন্ধু : হ্যাঁ, জলির সঙ্গে বিয়েটা ভেঙে গেল। আমার তো টাকা-পয়সা নেই, তাই ও বিয়েটা ভেঙে দিল।
প্রথম বন্ধু : কেন, তুই তাকে তোর বড়লোক চাচার কথা বলিসনি?
দ্বিতীয় বন্ধু : হ্যাঁ, বলেছি। তাই তো সে এখন আমার চাচি!