দেশে প্রথম কার্বন ফাইবার টাওয়ার

নতুন প্রযুক্তি September 27, 2016 1,266
দেশে প্রথম কার্বন ফাইবার টাওয়ার

দেশের টেলিযোগাযোগ টাওয়ার স্থাপনের ইতিহাসে প্রথম কার্বন ফাইবার টাওয়ার স্থাপন করল ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। তাদের দাবি, প্রচলিত টাওয়ারের চেয়ে এ অবকাঠামো ব্যয় সাশ্রয়ী, টেকসই এবং কম ওজনের। এতে ভবনের ওপর বাড়তি চাপ তৈরি করে না। এতে করে ভবনের নিরাপত্তাঝুঁকি কমে।


কার্বন ফাইবার দিয়ে তৈরি টাওয়ারটি রাজধানীর শ্যামলী টেকনিক্যাল মোড়ের একটি ভবনের ছাদে স্থাপন করা হয়েছে। নতুন এ উদ্ভাবনী টাওয়ার প্রথাগত স্টিলের টাওয়ারের চেয়ে ৭০ শতাংশ কম ওজনের। প্রয়োজন অনুসারে টাওয়ারটি প্রসার বা সংকোচন করা সম্ভব। ।


নতুন এই টাওয়ার স্থাপন সম্পর্কে ইডটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যারিল সিনাপ্পা বলেন, ভবনের ছাদে কার্বন ফাইবার অবকাঠামো স্থাপন ভবিষ্যতে উদ্ভাবনী টাওয়ার নির্মাণের পথকে গতিশীল করবে, যা টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে অবদান রাখবে। -প্রথম আলো