ডেল এনেছে সবচেয়ে পাতলা ল্যাপটপ

কম্পিউটার রিভিউ September 25, 2016 1,087
ডেল এনেছে সবচেয়ে পাতলা ল্যাপটপ

যুক্তরাষ্ট্র ভিত্তিক শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল সম্প্রতি বাজারে তাদের সবচেয়ে পাতলা ল্যাপটপ। এর মডেলে ‘এক্সপিএস ১৩’। নজরকাড়া নকশা এবং বিশেষ বৈশিষ্টের কারণে বাজারে সাড়া ফেলেছে। এর বিশেষত্ব হয়েছে ল্যাপটপটিতে রয়েছে টাচস্ক্রিন, হাই রেজুলেশনের ডিসপ্লে। ল্যাপটপটিতে ব্যাকআপ থাকে ১৮ ঘণ্টা।


প্রিমিয়াম ক্যাটাগরির এ ল্যাপটিতে আছে ১৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে। আলট্রাস্নাপ কিউএইচডি ডিসপ্লের রেজুলেশন ৩২০০x ১৮০০ পিক্সেল। ২৫৬ গিগাহার্জের ল্যাপটপটিতে ৮জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ৪ কে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যাতে ভিডিও দেখা যাবে অনেক স্বচ্ছ।


ল্যাপটপটিতে আছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই-৭-৬৫৬০ইউ প্রসেসর। ৬৪ বিটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপটির র‌্যাম ৮ জিবি। এর হার্ডডিস্ক ২৫৬ জিবির।


ডিভাইসটির ওজন রয়েছে ১.২ কেজি। রয়েছে কম্পাক্ট কি বোর্ড। টাচ এবং সেনসেটিভ ট্রেকার। ব্যবহার করা হয়েছে ইউসবি ৩। পাওয়ার বাটন ও এসডি কাড আছে ডান দিকে। উভয় দিকে ব্যবহার করা হয়েছে স্পিকার। যার কারণে আলাদা কোন ব্লুটুথ ডিভাইস ব্যবহার করার প্রয়োজন নেই। আরো রয়েছে ডিজিটাল মাইক্রোফোন।


ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ১ লাখ ৩৩ হাজার ৯৯০ রুপি।