গায়ে পেশাবের ছিটা লাগলে কি কবরে আজাব হয়?

ইসলামিক শিক্ষা September 24, 2016 3,531
গায়ে পেশাবের ছিটা লাগলে কি কবরে আজাব হয়?

প্রশ্ন : পেশাব করার সময় যদি ছিটা লাগে, তাহলে শুনেছি কবরে আজাব হবে। কিন্তু যদি তা ধুয়ে ফেলা হয়,তাহলেও কি আজাব হবে?


উত্তর : না, ধুয়ে ফেললে তো আজাব হবে না। আজাব হবে যদি আপনি ওই অপবিত্র অবস্থায় থেকে যান অর্থাৎ যথাযথ পবিত্রতা হাসিল না করেন। শুধু ছিটা লাগার কারণে আজাব হবে না।


রাসুল (সা.) আবু দাউদের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ‘দ্বিতীয়জন পেশাব থেকে যথাযথ পবিত্রতা হাসিল করে না।’


গায়ে পেশাবের ছিটা লাগলে যেভাবে সুন্দর মতো পবিত্রতা হাসিল করা দরকার সেভাবে করে না। কিন্তু যদি আপনি ধুয়ে নেন, এতে কোনো অসুবিধা নেই। তবে সতর্কতা অবলম্বন করা সব থেকে ভালো। এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই সবচেয়ে উত্তম।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন