মেসেজিং অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাই বেশি।
এবার হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাকে ভাগ বসাতে এলো। অ্যাপটির এনেছে গুগল। নাম গুগল অ্যালো। শুধু টেক্সট নয়, ছবি, ভিডিও, অডিও মেসেজ, অডিও ক্লিপ, স্টিকার এবং লোকেশনও এই মেসেজিং অ্যাপসের মাধ্যমে অনেক দ্রুত পাঠাতে পারবেন ব্যবহারকারীরা৷
গুগলের মতে, অ্যালোর প্রতিটি চ্যাট ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির মাধ্যমে এনক্রিপটেড।ফলে চ্যাটের সেন্ডিং ও রিসিভিং এন্ডে থাকা মানুষটি ছাড়া আর কেউ চ্যাটের কথা জানতে পারবেন না।
গুগল অ্যালো চ্যাটের আরও একটি সুবিধা হল, ব্যবহারকারী ইচ্ছামতো সময়ের জন্য অথবা বরাবরের জন্য চ্যাটের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। এমনকী মেসেজের সিস্টেমে সেভ থাকার সময়সীমাও ঠিক করতে পারবেন ব্যবহারকারী।
তবে গুগল অ্যালোর এই সুবিধাটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে ৷
শুধু তাই নয় চ্যাট চলাকালীনই গুগল অ্যালোতে সোজাসুজি গুগল সার্চ করা যাবে।
আপাতত অ্যাপটি পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশে চালু হয়েছে। শিগগিরই সকল দেশের সকল ব্যবহারকারীর জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে।